ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

পরিবর্তিত পরিস্থিতিতে ভোট ব্যবস্থার প্রতি আস্থা তৈরী হয়েছে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

নিজস্ব সংবাদদাতা, নাটোর

প্রকাশিত: ১৭:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫

পরিবর্তিত পরিস্থিতিতে ভোট ব্যবস্থার প্রতি আস্থা তৈরী হয়েছে: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মুহাম্মদ সানাউল্লাহ বলেছেন, যারা এতদিন ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন, সুষ্ঠ নির্বাচন চেয়েছেন তাদের কাছে আমরা একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের দাবি করতে পারি। মানুষের মাঝে ভোট ব্যবস্থার প্রতি যে অনাস্থা কাজ করছিল, এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মধ্যে ভোট ব্যবস্থার প্রতি আস্থা তৈরী হয়েছে।

অন্যদিকে নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য এইট একটি বড় সুযোগ এসেছে নিজেদের ভাবমূর্তি পুনঃরুদ্ধার করার। আর এগুলো বাস্তবায়ন করতে পারলে একটি গ্রহণযোগ্য মডেল নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। আমরা দেশ বিনির্মাণের সুযোগ পাব, গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

রবিবার বিকাল ৩টার দিকে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে নাটোর সদর উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ভোটার তথ্য সংগ্রহকারি, সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি পরিবর্তিত পরিস্থিতি দায়িত্ব গ্রহণ করেছে। যেসকল নিয়ামক বা উপাদান এই পরিবর্তনের পেছনে কাজ করেছে তার মধ্যে অন্যতম হল ভোট বা নির্বাচন ব্যবস্থা ভেঙ্গে পড়া। নির্বাচন ব্যবস্থার উপর মানুষের চরম আস্থাহীনতা কাজ করছিল। এই রকম পরিস্থিতিতে ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে একটি ভাল নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় নিয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। 

তিনি বলেন, নির্বাচন কমিশন শুধুমাত্র সামনে থেকে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে নির্দেশনা এবং নের্তৃত্ব দিতে পারে। তবে মাঠ পর্যায়ে আমরা সবাই কোন না কোনভাবে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়বদ্ধ। নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সংশ্লিষ্ট সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ভূলন্ঠিত হয়। এজন্য সর্বপ্রথমে আমাদের আত্মোপলব্ধি দরকার। নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সবাইকে ভাবতে হবে, সুষ্ঠ নির্বাচন না হওয়ার জন্য আমরা দায়ী। আমরা একে অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ করলে এর সমাধান সম্ভব না। 

আসিফ

×