ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ইনকিলাব মঞ্চের লাল চুড়ি  প্রদর্শন ও চার দফা

প্রকাশিত: ১৭:২২, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৭:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে ইনকিলাব মঞ্চের লাল চুড়ি  প্রদর্শন ও চার দফা

ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাল চুড়ি প্রদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইল ইনকিলাব মঞ্চ। আজ বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা পেয়ে চার দফা দাবি উপস্থাপন করেছেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।

চার দফা দাবি হলো-

১. জুলাই গণহত্যার বিচারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের পরিপূর্ণ রূপরেখা সরকারকে প্রকাশ করতে হবে।

২. সকল পাবলিক প্রোগ্রামে গণহত্যাকারী আওয়ামীলীগের দোসরদের অংশগ্রহণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. চট্টগ্রামে নেভির যেই কর্মকর্তারা ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের পালাতে সাহায্য করেছে এবং প্রতিবাদী ছাত্র-জনতার উপর হামলা করেছে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে।

৪. যেসকল আমলা ও সামরিক কর্মকর্তারা গণহত্যাকারী আওয়ামীলীগকে পূনর্বাসনে মদদ দিচ্ছে অনতিবিলম্বে তাদের সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।

এ সময় শরীফ ওসমান হাদী বলেন, রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীরা সেইভ এক্সিডে নিরাপদে বের হয়ে যাচ্ছে আমরা তার প্রতিবাদে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে এসেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে শিক্ষা ভবন পর্যন্ত পৌঁছলে ব্যারিকেট দিয়ে বাধা দিয়েছে। তার প্রতিবাদে আমরা তাৎক্ষণিক লাল চুড়ি প্রদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়েছি।এবং চার দফা পেশ করেছি। আমরা  স্বরাষ্ট্র উপদেষ্টাকে
স্পষ্ট বলেছি আপনি পারলে ছাত্র জনতার উপর জুলাই হত্যাকারীদের বিচার করুন আর না পারলে লাল চুড়ি পরে পদত্যাগ করুন।

শিহাব

×