ছবি: সংগৃহীত
একুশে টেলিভিশনে অনুসন্ধানীমূলক অনুষ্ঠান একুশের চোখ’র উপস্থাপক হিসেবে একসময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। এরপর থেকেই অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে কাজ শুরু করেন তিনি।
ইতিহাস, রাজনীতি, প্রশাসনিকসহ নানা বিষয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে তিনি আলোচিত, প্রশংসিত এবং সমালোচিত হয়েছেন বিভিন্ন সময়ে।
এবার অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। অনুসন্ধানী সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এই পুরস্কারে ভূষিত করা হয় তাকে।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রিস্টাল বলরুমে এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন কার হয়।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=ItMqQMSHr6Q
শিহাব