ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যহতি পেয়েছেন। রবিবার ২ ফেব্রুয়ারি রমনা থানার মামলা নং ৫৮(১২)১৭ থেকে অব্যহতি দিয়েছেন বিচারিক আদালত।
উল্লেখিত মামলা হতে অব্যহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
এদিকে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যহতি পাওয়ায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আসিফ