ইদ্রিস মিয়া
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি থেকে ছিটকে পড়েছেন সাবেক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। নতুন নেতৃত্বে এসেছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পটিয়া উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস মিয়া। এ কমিটিতে ইদ্রিস মিয়াকে আহবায়ক ও লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে একটি কমিটি প্রকাশ করা হয়েছে।
রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটিতে আসা নাম ও পদবী প্রকাশ করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আব্বাস, যুগ্ম আহবায়ক লিয়াকত হোসেন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পটিয়া বিএনপিতে বিরোধ চলে আসচ্ছিল।
আশিক