ছবি: সংগৃহীত
বর্তমানে দেশের চিত্র নিয়ে কথা বললেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বরত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম তাহলে পুরো ঢাকার চিত্রটা অন্যরকম হতো। এই খাল গুলোকে সংরক্ষণ ও পুনরুদ্ধারের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। ১৯ টি খালকে পুনরুদ্ধার করা হবে তার মধ্যে ছয়টির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান আজকে।
তিনি আরো বলেন, বদ্ধ হয়ে থাকার কারণে যেই খালগুলো থেকে আমাদের উপকৃত হওয়ার কথা ছিল সেখান থেকে আমরা বরং অপকৃত হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমান মশা।
অন্তর্বর্তী সরকারের কথা উল্লেখ করে তিনি বলেন, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার ও বিচার নিয়ে কাজ করছে। অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের পক্ষে অনেক বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব নয়। পুরো দেশকে ঠিক করে ফেলা আমাদের এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব নয়।
এ নিয়ে তিনি আরো বলেন, তবে আমরা কিছু মডেল আপনাদের কে দিয়ে যেতে চাই। নাগরিককে কিছু উদাহরণ দেখিয়ে যেতে চাই যে এভাবেও কাজ করা সম্ভব।
শিলা ইসলাম