ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

আ. লীগকে নরমালাইজেশনের অভিযোগে কাদের প্রতিহত করতে বললেন আসিফ আদনান?

প্রকাশিত: ১২:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

আ. লীগকে নরমালাইজেশনের অভিযোগে কাদের প্রতিহত করতে বললেন আসিফ আদনান?

ছবিঃ সংগৃহীত

লেখক আসিফ আদনান তার এক ফেসবুক স্ট্যাটাসে রবিবার (২ ফেব্রুয়ারি) বলেন, যদি সামাজিকভাবে প্রতিহত করা না হয়, তাহলে আনু মোহাম্মদ আর আব্দুর নুর তুষারের মতো লোকেরা আওয়ামী  লীগের নরমালাইযেইশানে ক্রুশাল ভূমিকা রাখবে। এরা বরাবরই লীগের ন্যারেটিভের লোক।

 

রিফাত

×