গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা ফেব্রুয়ারি মাসেই গঠন করতে যাচ্ছে তাদের নতুন রাজনৈতিক দল। যদিও দলের নাম এখনও ঘোষণা করা হয়নি, তবে নেতৃত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
একাধিক সূত্রের খবর অনুযায়ী, ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন। তবে, সদস্য সচিবসহ শীর্ষ পদগুলো নিয়ে আলোচনা চলছে, যেখানে আরও কয়েকজন নেতার নাম উঠে এসেছে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, “নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশের জন্য দেশবাসী অপেক্ষায় রয়েছে। এমন রাজনৈতিক নেতারা দলের নেতৃত্বে আসবেন, যারা সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য।” তিনি আরও বলেন, “নীতিনির্ধারণী নেতারা চান, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দলে যোগ দিয়ে নেতৃত্ব নিক, বিশেষ করে নাহিদ ইসলাম।” তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। নাগরিক কমিটির সূত্র মতে, যদি কেউ দলে যোগ দিতে চান, তবে তাদের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে হবে।
বিশেষ সূত্রে জানা গেছে, নতুন রাজনৈতিক দলের আওতায় পদ নিতে হলে নাহিদ ইসলাম সরকারের পদত্যাগ করবেন এবং এতে আন্দোলনের নেতারা একমত হয়েছেন। যদি তিনি পদত্যাগ করেন, নাগরিক কমিটির আলী আহসান জুনায়েদ বা আখতার হোসেন উপদেষ্টা পদে যোগ দিতে পারেন।
নাহিদ ইসলাম গণমাধ্যমে জানান, “রাজনৈতিক দলে অংশ নেওয়ার জন্য উপদেষ্টা পদ ছাড়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। যদি এমন সিদ্ধান্ত নেয়া হয়, তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”
নতুন দলের সদস্য সচিব হিসেবে সম্ভাব্য নামের তালিকায় আছেন নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তাছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম এবং অনিক রায়সহ আরও বেশ কয়েকজন নেতার নাম শীর্ষ নেতৃত্বের জন্য আলোচনায় রয়েছে।
দলের নাম এখনো চূড়ান্ত করা হয়নি, তবে প্রথমে একটি অফার কমিটি গঠন করা হবে এবং ঈদের পর কাউন্সিলের মাধ্যমে দলের কাঠামো নির্ধারণ করা হবে। এরপর দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হবে।
সূত্র: https://tinyurl.com/5ebndjce
আফরোজা