ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১

শিক্ষার্থীদের নতুন দলের কমিটিতে জায়গা হবে না আ. লীগদের, বলছেন নেতারা

প্রকাশিত: ১১:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষার্থীদের নতুন দলের কমিটিতে জায়গা হবে না আ. লীগদের, বলছেন নেতারা

ছবি: সংগৃহীত।

দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধারা বর্তমানে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কার্যক্রমে ব্যস্ত। শিক্ষার্থীরা এই রাজনৈতিক দলটির প্রতি উচ্চ প্রত্যাশা পোষণ করছে, তবে উঠছে নানা প্রশ্ন: কেমন হতে পারে দলটির রূপরেখা?

এদিকে, জাতীয় নাগরিক কমিটি ইতোমধ্যে ২৭০টি উপজেলা থানা কমিটি গঠন করেছে এবং বাকি উপজেলা কমিটিগুলো গঠনের কাজ চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও একটি কমিটি গঠন করেছে। প্রশ্ন উঠছে, এসব কমিটিতে কারা স্থান পাচ্ছেন, এবং স্থান পাওয়ার যোগ্যতা কী হবে?

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম বলেন, “আমরা ২৭০টি উপজেলা থানা কমিটি গঠন করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এর সাথে যারা সরাসরি যুক্ত নন, তারা যেকোনো রাজনৈতিক দল থেকে আসতে পারবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।”

তরুণদের রাজনীতিতে আগ্রহ: একটি নতুন পরিবর্তনের সূচনা

তরুণদের মধ্যে রাজনীতিতে আসার আগ্রহ অনেক বেড়েছে, এবং তারা এখন রাজনীতির মূল অঙ্গনে সক্রিয় হতে চাচ্ছেন। কেন তারা রাজনীতির দিকে ঝুঁকছেন?

জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “তরুণরা দলের নেতৃত্ব দেবেন, তবে যারা বয়োজ্যেষ্ঠ, তাদের পরামর্শ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।”

এ সময় আরিফুল ইসলাম মন্তব্য করেন, “যারা পড়াশোনা করতে বিদেশে গিয়েছিলেন, তারা এখন দেশে ফিরে রাজনীতি করতে চাচ্ছেন। দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন, কারণ আগে রাজনীতি ছিল মূলত দু'দলীয়, বিশেষ করে পরিবারতান্ত্রিক। এই পরিবর্তনটি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণকে আগামী দিনে নতুনভাবে গড়ে তুলবে।”

নতুন রাজনৈতিক দলের ইস্তেহার: কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে?

নতুন রাজনৈতিক দলের ইস্তেহারের বিষয়ে জানতে চাইলে, আরিফুল ইসলাম বলেন, “আইনের শাসন, নাগরিক অধিকার, বিচারবিভাগের স্বাধীনতা, ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং শক্তিশালীকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে।”

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, “আমরা জনগণকে কী দিতে পারছি, সেটাই গুরুত্বপূর্ণ। জনগণ আমাদের কর্মসূচি অনুযায়ী নির্বাচন করবে এবং তাদের ভোট আমাদের কাজে লাগবে।”

ভবিষ্যতের প্রতীক্ষা

ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি আগামী নির্বাচনে কাঙ্খিত পরিবর্তন আনার প্রত্যাশা জাগিয়েছে, যা বাংলাদেশে নতুন রাজনৈতিক বাস্তবতার সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত

×