
ছবিঃ সংগৃহীত
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, বাকশালিদের বিচার প্রাতিষ্ঠানিক আদালতে হবে নয়তো জনতার আদালতে হবে। কোনটা আপনারা চান সেইটা ঠিক করেন।
তিনি আরো বলেন, বাকশালিদের সারা দেশে দাবড়ানি দেয়া অব্যাহত থাকবে। এটাই আমাদের রক্ষাকবচ। অনুশোচনা আর গণ ক্ষমা না চাওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেবোনা। ফ্যাসিস্ট আর গণহত্যাকারীরা নানা সিস্টেম করে জামিন পেয়ে যাবে। এটা আমরা হতে দেবোনা। যতোবার মাথা চাড়া দেয়ার চেষ্টা করবে বাকশালিরা ততোবার আমরা প্রবলভাবে প্রতিরোধ করবো।
শহীদদের রক্তের শপথ, বাংলাদেশের মাটিতে বাকশালিদের শেষ চিহ্ন আমরা মুছে দেবো, যেই মাটি আমাদের শহীদ সন্তানদের রক্তে স্নাত সেই মাটিতে ওদের দাঁড়াতে দেবোনা। এইটা আমাদের অঙ্গীকার।
ইনকিলাব জিন্দাবাদ।

রিফাত