ছবিঃ সংগৃহীত
অত্যাচারীকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না শেখ হাসিনাকে দিয়ে আল্লাহ সেটি আমাদের দেখিয়েছেন বলে মন্তব্য করেছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এই দেশের মানুষ পরিবর্তন ও নতুন নেতৃত্বকে বরণ করে নিতে জন্য প্রস্তুত। নতুন নেতৃত্বকে জনগণের কাছে যেতে হবে, জনগণের কথা বুঝতে হবে। আওয়ামী লীগের মত পুরোনো ধারায় এই বাংলাদেশ চলবে না, রাজনীতিও চলবে না।
নুর আরো বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দকেও বলবো আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। এত বড় দল, ১৬ বছর ক্ষমতায় ছিলো অথচ ৫ই আগস্টের পরে রাজপথে ৫০ জন মানুষ নিয়েও কর্মসূচি পালন করতে পারে না৷ ৫-১০ জন মানকি টুপি পরে ভোররাতে মিছিল করে৷ আওয়ামী লীগের নেতাকর্মীদের বলতে চাই, ফেসবুক-ইউটিউবে পুরাতন বক্তব্য দেখেন, আপনাদের এমন পরিস্থিতি তৈরি হবে ২ বছর আগে থেকেই বলেছিলাম।
এই সরকার হয়তো আমাদের অনেক প্রত্যাশাই পূরণ করতে পারেনি, কিন্ত এমন একটা অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক করতেও একটু সময় দরকার। রাজনৈতিক দলগুলোকে বলবো, অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো, সেই ঐক্য যেন অব্যাহত থাকে৷
রিফাত