গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল ইসলাম নুরু মিয়া
গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি নুরুল ইসলাম নুরু মিয়া বলেন, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিন। তানা হলে আপনাদেরও তাদের মতো হবে। এতো বড় দল, এতো বড় দল, তারা ১৬ বছর ক্ষমতায় থেকেছে। অথচ গত ৫ আগষ্ট এর ঢাকা রাজপথে মিছিল করার একটা লোক পাওয়া যায় না। মাস্ক পরে, রাতের অন্ধকারে তারা চোরের মতো মিছিল করে।
তিনি আরোও বলেন, আমি ২ বছর আগেই বলেছিলাম। এমন পরিস্থিতি হবে যে, গুলিস্থানে মুজিব কোট কেনার লোক পাওয়া যাবে না।
আমি আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা মালয়েশিয়া, অষ্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম করেছে। শত শত কোটি টাকা পাচার করেছে। আওয়ামী লীগ এর লাঠিয়াল বাহিনী জনগণের উপর অত্যাচার ও অমানবিক নির্যাতন করেছে। এখন আপনারা এর ফল ভোগ করছে।
তিনি বলেন, আমরা আশা করবো যে বাংলাদেশের ইতিহাসে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। কাজেই এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যেন কোন ধান্দাবাজ, চান্দাবাজ, মাফিয়া এবং কোন সন্ত্রাসীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানাবেন না কি? সাধারণ মানুষ, নতুন প্রজন্মকে বেছে নিবেন। সিদ্ধান্ত আপনার হবে।
শহীদ