ছবি: সংগৃহীত
জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের সামনে শনিবার সকাল সাড়ে আটটায় আওয়ামী লীগের কর্মীরা গোপনে লিফলেট বিতরণ শুরু করেছে।
প্রথম দিনে তারা পথচারী ও যাত্রীদের মধ্যে এসব লিফলেট বিতরণ করে, তবে দলের কোন শীর্ষ নেতা কর্মসূচির উদ্বোধন করেননি। বেলা বারোটা পর্যন্ত প্রথম সারির কোনো নেতার উপস্থিতি দেখা যায়নি।
এ কর্মসূচির ঘোষণা দেয়ার পর থেকেই আওয়ামী লীগ দাবি করছে, অন্তর্বর্তী সরকারকে অবৈধ ও সাংবিধানিকভাবে অযোগ্য হিসেবে অভিহিত করে ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে তারা। ঢাকার পাশাপাশি সারাদেশে এ কর্মসূচি চলবে বলে জানানো হয়।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা শফিকুল আলম এক ব্রিফিংয়ে বলেন, "এত বড় একটা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে ঘটেছে, চোখের সামনে বাচ্চা ছেলেমেয়েরা খুন হয়েছে, শত শত শিশু অন্ধ হয়ে গেছে। যতদিন তাদের লিডারশিপকে বিচারের সম্মুখীন করা না হচ্ছে, ততদিন তাদের আন্দোলন করতে দেয়া হবে না।"
ভিডিও দেখুন: https://youtu.be/X6-ta1Eb6Ww?si=6yBVSVxQi59qGQmZ