ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

প্রকাশিত: ০০:৫১, ২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৫

পঙ্গু হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

ছবি: সংগৃহীত।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ করছেন। 

শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীরা জানান, বর্তমান সরকারের উপদেষ্টাদের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং সুচিকিৎসার দাবিতে তারা মধ্যরাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছেন, যার ফলে রাজধানীর আগারগাঁও থেকে শিশুমেলা লিংক রোড ও শ্যামলীর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। তাদের মধ্যে কেউ সড়কে শুয়ে, কেউ স্ট্রেচারে ভর করে স্লোগান দিচ্ছেন। তারা ‘দালালি না বিপ্লব, বিপ্লব বিপ্লব’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আস্থা নাই রে আস্থা নাই, দালালিতে আস্থা নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

সড়ক অবরোধের কারণে আগারগাঁওগামী ও আগারগাঁও থেকে শিশুমেলা মোড় পর্যন্ত লিংক রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এবং সংশ্লিষ্ট সড়কে গাড়িগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

আহত আন্দোলনকারীরা জানান, তারা কোনো আর্থিক সুবিধা চান না, বরং কেবল সুচিকিৎসা ও যথাযথ পুনর্বাসন চান। তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের চিকিৎসার বিষয়ে সঠিক উদ্যোগ না নেওয়ায় তারা এই সরকারে কোনো আস্থা রাখতে পারছেন না।

সায়মা ইসলাম

×