ছবি: সংগৃহীত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গতকাল (৩১ জানুয়ারি) বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। মসজিদে বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁর এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিয়ের একদিন পর সারজিস আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই আনন্দের খবর শেয়ার করেছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। গতকাল আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দু'আ করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তিনি আরও জানান, পারিবারিকভাবে ছোট পরিসরে হওয়ায় অনেক কাছের শুভাকাঙ্ক্ষীকে এ বিষয়ে জানাতে পারেননি। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তবে সুবিধাজনক সময়ে কিছুটা বড় পরিসরে একসাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এদিকে, শুক্রবার বিকালে স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে সারজিস আলমের বিবাহের খবর শেয়ার করেছেন। তারা নতুন দম্পতির জন্য শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন।
সায়মা ইসলাম