ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের কারণে: ফখরুল

প্রকাশিত: ২৩:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে জনগণের রোষের কারণে: ফখরুল

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ আমরা একটি সভা করছি এবং এর মধ্যে কোনো আতঙ্ক নেই। আমাদের মধ্যে এক ধরনের স্বস্তির অনুভূতি কাজ করছে। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই ও বুকের রক্ত ঢালার পর আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি, যা সম্ভব হয়েছে জনগণের অকুণ্ঠ সহায়তায়।

ফখরুল ইসলাম আরও বলেন, আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। জনগণের রোষ ও ক্ষোভের কারণে জনগণ তাকে তাড়া করে দেশ ছাড়তে বাধ্য করেছে। কিছুদিন আগে তিনি বলেছিলেন, 'হাসিনা দেশ ছাড়ে না,' কিন্তু আজ তিনি পালিয়ে গেছেন। পালিয়ে যাওয়ার পরও তার চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন, এবং বলছেন, 'তোমরা সবাই তৈরি হও, আমি একদিন টুপ করে ফিরে আসব।'

পদ্মা সেতু দুর্নীতির প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া যখন পদ্মা সেতুর দুর্নীতির কথা বলেছিলেন, তখন হাসিনা মন্তব্য করেছিলেন, 'খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিতে হবে।' এখন, দেশে ফিরে আসতে চাচ্ছেন, তবে জনগণ তা ভুলবে না। তিনি বলেন, 'এই দেশের কত মা তার সন্তানকে হারিয়েছে, কত বাবা তার সন্তানকে হারিয়েছে, এবং মানুষের এই ক্ষতির কথা কেউ ভুলবে না।'

আজকে আমরা হাসিনামুক্ত, কিন্তু আমাদের লক্ষ্য এখনো একটাই—গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া,"—এ কথা বলেন ফখরুল। তিনি জানান, "আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারিনি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সুনির্দিষ্ট করা আছে, কিন্তু তারা দেশের অর্থনীতি, বিচার ব্যবস্থা, প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। আমরা তাদের কাছে ন্যূনতম সংস্কার চেয়ে নির্বাচন আয়োজনের অনুরোধ জানাচ্ছি।

ফখরুল বলেন, আমরা চাই, জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, বিচার পায় এবং প্রশাসন যেন পক্ষপাতিত্ব না করে। এই সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে।

তিনি আরও জানান, ১৫ বছর ধরে সংগ্রাম করতে গিয়ে আমরা ৪২৬ জন ছাত্র নেতাকর্মীকে হারিয়েছি। আমরা অনুরোধ করছি, অন্তর্বর্তীকালীন সরকার যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন আয়োজন করে। ছাত্র রাজনীতি করার সুযোগ আমরা স্বাগত জানাই, তবে সরকার থেকে দলের রাজনীতি করলে তা দেশের জনগণ মেনে নেবে না।

সূত্র: https://www.youtube.com/watch?v=3gTiwWe3s4w

সায়মা ইসলাম

×