ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

শামীম বিন সাঈদী

রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে

প্রকাশিত: ২২:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৪৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে

ছবি : সংগৃহীত

দেলোয়ার হোসেন সাঈদী পুত্র শামীম বিন সাঈদী বলেন, ইচ্ছে করলে কারাগারের জীবন, এই কষ্টের জীবন তাকে মানতে হতো না। গণভবন থেকে তার কাছে এরকম অনেক প্রস্তাব আসতো। জামায়াত ইসলামী ছেড়ে দিন, চার দলীয় জোট ভেঙে ফেলুন, ২০ দলীয় জোট ভেঙে ফেলুন, নিজে দল করুন। তাহলে আপনার নামে কোন মামলা থাকবে না। এই জেল জীবন থাকবে না। কিন্তু আল্লামা সাঈদী আল্লাহকে ভয় করতেন। আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছেন।

তার কোন অপরাধ ছিল না। তিনি কোন অপরাধ করেন নাই। ৫০ বছর বাংলাদেশের প্রতিটি জনপথে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন। কোরআনের কথা বলা যদি অপরাধ হয়ে থাকে, আল্লামা সাঈদী বলতেন হাজার বার ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত আছি। আল্লামা সাঈদী বলতেন, আমাদেরকে বলো তোমরা মৌলবাদী, আমরা হইলাম মূলবাদী, তোমরা আগাবাদী। ৭১ এর ধুলা তুলবেন না। রাজাকার এখন বাংলাদেশের একটি রাজকীয় শব্দে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, আমাদেরকে ভয় দেখাবেন না। আমাদেরকে ভয় দেখাবেন না, নিষিদ্ধের ভয় দেখাবেন না। জামায়াত ইসলামী নিষিদ্ধ করেন, জামায়াত ইসলামী নিষিদ্ধ করার কারণেই চার দিনের ব্যবধানে গোটা বাংলাদেশ থেকে আপনারা নিষিদ্ধ হয়ে গেছেন।

সফল হতে চাইলে কোরআনকে ধরতে হবে। কোরআন ধরি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি, কোরআন দিয়ে নিজের জীবন এবং নিজের পরিবারকে রঙিন করি। তবেই ইনশাআল্লাহ আমি এই জীবনে সফলতা পাবো, সাথে শেষ বিচারের দিন মুক্তি পাবো, নাজাত পাবো ইনশাআল্লাহ।

মো. মহিউদ্দিন

×