ঢাকা, বাংলাদেশ   রোববার ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

মুজিববাদ থাকবেনা, জিয়াবাদ থাকবেনা তাহলে কোন বাদ থাকবে? 

প্রকাশিত: ২২:০৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

মুজিববাদ থাকবেনা, জিয়াবাদ থাকবেনা তাহলে কোন বাদ থাকবে? 

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বলেছেন, আমাদের নতুন দুটি প্লাটফরম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই দুইটি প্লাটফরম থেকে তরুণদের নেতৃত্বে কাজ করার একটা জায়গা তৈরি হয়ছে। 

আপনাদের দুটি প্লাটফরম নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে কি কোন ব্যবস্থা নেয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সকল অভিযোগের ব্যবস্থা আমরা নিয়েছি। কিছু কিছু ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। অনেককে বহিষ্কারও করা হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে মুজিববাদ থাকবেনা, জিয়াবাদ থাকবেনা, নতুন একটা বাদ তৈরি হবে এটা আসলে কি বাদ? এমন প্রশ্নের জবাবে সাইফ মোস্তাফিজ বলেন, এটা জনগণবাদ। পাবলিকের যে চাওয়া, জন আকাঙ্ক্ষা এটা। 

তিনি বলেন, আমরাদের কাউকে অসম্মান করার জায়গা এখানে নেই। শেখ মুজিব বলেন, জিয়াউর রহমান বলেন তাদের যে অবদান আমরা সবাই সেটা স্বীকার করি। তবে আমাদের যে চাওয়া, জনগণের আকাঙ্ক্ষা কোন ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি যেন গড়ে না ওঠে। আমরা সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে চাই।

এ সময় ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষের দিকে নতুন দল আসবে বলেও জানান সাইফ মোস্তাফিজ। তবে নতুন দলেন নাম এখনো চূড়ান্ত হয়নি।
 

এসআরএস

×