ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

২৪শে রক্ত দিয়েছি বলেই শেখ হাসিনার মতো স্বৈরচারকে দেশ থেকে পালাতে হয়েছে: মেহেরাব সিফাত

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর।

প্রকাশিত: ২১:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২১:৩৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

২৪শে রক্ত দিয়েছি বলেই শেখ হাসিনার মতো স্বৈরচারকে দেশ থেকে পালাতে হয়েছে: মেহেরাব সিফাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেরাব সিফাত শনিবার মাদারীপুর জেলা সমন্বয় অফিসের অডিটোরিয়াম হলে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বলেছেন, "আপনারা সেই ১৩ প্রজন্ম মনে রাখবেন আপনারা সেই ১৮ প্রজন্ম আপনারা সেই ২৪ এর প্রজন্ম, যে প্রজন্ম বারবার ঘুরে দাঁড়িয়েছে, ১৩ এর ৫ই মে রক্ত দিয়েছে ঘুরে দাড়িয়েছে ১৮ তে রক্ত দিয়েছে ঘুরে দাঁড়িয়েছে, ২৪ শে হাসিনার মতো স্বৈরচারকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে, এবারের মতো বলে দিচ্ছি এই প্রজন্ম এবার যদি না দাঁড়াতে পারে তবে বাংলাদেশের কোন ভবিষ্যৎ নাই।"

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, ঢাকা বিভাগের সদস্য আলীমুজ্জামান আসিফ, কেন্দ্রীয় কমিটির মিডিয়া সেল সদস্য জাবির বিন নূর, ঢাকা বিভাগীয় সদস্য শ্যামলী সুলতানা জীদনীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নুসরাত

×