ছবি: সংগৃহীত
‘নির্বাচনের জন্য সময় ঠিক না করে ঠিক করতে হবে সংস্কারের জন্য সময়’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
সম্প্রতি প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঞ্চালনায় এক অনলাইন আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
মাসুদ বলেন, আমরা মনে করি ২০২৫ সাল বা ২০২৬ সাল তারিখটা না যত গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটাকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক এবং জনগণের প্রত্যাশার আলোকে করার জন্য যতটুক করা প্রয়োজন সেটার জন্য দুইমাস, পাঁচমাস, ছয়মাস যাই লাগুক। আমার মনে হয়তো আমরা ১৬ বছর তো নির্বাচন ছাড়া থাকলাম। সুতরাং, এখন তো আমাদের আমি তো মনে করি এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমাদের ছাত্রজনতার এই ঐতিহাসিক একটা গনঅভ্যুত্থান না হলে আল্লাহতায়ালা ভাল জানতেন। তিনি জানেন যে এটা আমাদের তো ২০২৯ সাল পর্যন্ত প্রস্তুতি নিয়ে থাকতে হয়েছিল। আমরা সবাই সেই প্রস্তুতি তো নিয়েও ফেলেছিলাম।
তিনি আরও বলেন, সেই জায়গাতে যেখানে ২৯ সালে আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল সেখানে আমরা ছয়মাস একবছরের তাড়াহুড়া প্রবণতাটাও তো আমার কাছে খুব ভাল মনে হয়না। আমার কাছে বরং মনে হয় যে এই নির্বাচনটাকে প্রত্যাশিত করার জন্য আমাদের যেটুকু সময় সংস্কারে নেয়া প্রয়োজন সেটার জন্য আমাদের একটা সময় ঠিক করা দরকার।
শিহাব