ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবৈধ ও অসংবিধানিক সরকারের অপশাসন, নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে এবং দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার গুলশান ও বনানী এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপুর নেতৃত্বে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দখলদার ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবি জানান এবং জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।
আসিফ