ছবি: সংগৃহীত
কুমিল্লা আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল কর্মীর মৃত্যুর নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী।
সকালে রাজধানীর ভাসানী মিলনায়তনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সভায় এই আহ্বান জানান তিনি। এসময় অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান রিজভী।
রিজভী বলেন, ড. ইউনূস নির্বাচিত সরকার না হলেও সমস্ত রাজনৈতিক দলের সমর্থিত সরকার। অর্থাৎ জনগণের সমর্থন আছে। কিন্তু, সেই সরকারে আবার হাসিনার আমলের আমলের পুনরাবৃত্তি হবে? একজন যুবকর্মী বা যুবনেতা অপরাধী হলেও আপনি তাকে পুলিশের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে আদালতে তাকে পেশ করবেন।কিন্তু তাকে আপনি লাশ করে তার পিতা-মাতার কাছে ফেরত দিবেন, তাহলে কী লাভ হলো?
তিনি আরও বলেন, অত্যন্ত সতর্কতার সাথে ড. ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন সে বাচ্চা ছেলেই থাকুক আর সিনিয়র মানুষরাই থাকুক সবার প্রতি তো আস্থা রেখেছে মানুষ।
শিহাব