ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যে জড়িত নেই: জামায়াত আমির

প্রকাশিত: ১৭:০২, ১ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যে জড়িত নেই: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমাদের কর্মীরা মামলা ও গ্রেপ্তার–বাণিজ্যে জড়িত নেই। তাঁরা জানেন, এগুলো হারাম।’ 

আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন। 

যাঁরা খুন ও গুমে জড়িত, অগ্রাধিকার দিয়ে তাঁদের বিচার করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এটা প্রতিশোধ নেওয়ার জন্য নয়। এটা এ জন্য, যারা খুন করে, খুনি তাদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়। মানবসমাজকে কলঙ্কমুক্ত করার জন্যই এই বিচার করতেই হবে।’

জামায়াতের আমির বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের মনে অনেক কষ্ট, দুঃখ ও ব্যথা আছে। কিন্তু আমরা ক্লিয়ার করেছি, আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের অনেক নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। সব শেষে দিশাহারা হয়ে আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে।’

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে জামায়াতের আমির বলেন, ‘আমাদের সন্তানেরা রাস্তায় নেমে ন্যায়বিচার চেয়েছে, তারা বৈষম্যহীন সমাজ চেয়েছে। এত রক্ত দিয়ে যারা আমাদের মুক্ত পরিবেশ দিয়েছে, তাদের স্বপ্নপূরণ করতে হবে। তারা পচা সমাজ চায় না। তারা শ্রেষ্ঠ সমাজ গড়তে চায়। তাই পরস্পরকে সম্মান ও মর্যাদা দিয়ে বৈষম্যহীন, মানবিক দেশ গড়তে হবে। জামায়াতে ইসলামী সেই দেশ গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছে।’

×