ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

ড.খন্দকার মোশাররফ হোসেন

যদি এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেন, বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মত হবে

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ১৬:১৮, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৩৫, ১ ফেব্রুয়ারি ২০২৫

যদি এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেন, বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মত হবে

ছবি : সংগৃহীত

বিগত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে অন্যায় অত্যাচার ও নিপীড়ন করেছে এবং তার প্রতিবাদে ২৪ জুলাই ও আগস্টে চুড়ান্তভাবে বৈষম্যবিরোধী ছাত্র ও জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রধান শেখ হাসিনা এদেশের ছাত্র-জনতার চাপের মুখে পড়ে গত ৫ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়৷

আমি বিগত সরকারের আমলে পাঁচ বছরের জন্য বিভিন্ন সময় জেল খেটেছি৷ ১৭টা মামলার আসামী ছিলাম৷ তেমনি ভাবে আমাদের তৃনমূল নেতা-কর্মীরা আসামী হয়ে জেল খেটেছে৷ যদি এদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেন, বিএনপির অবস্থাও আওয়ামী লীগের মত হবে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি'র আয়োজনে গনহত্যাকারী, খুন, ফ্যাসিস্ট ও পতিত স্বৈরাচার আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মসূচীর প্রতিবাদে ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় সংসদ নির্বানের ঘোষণার দাবিতে আগামী ৮ ফেব্রুয়ারি এক বিশাল জনসভা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

পৌর বিএনপি'র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে ড.খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, মানুষকে বুঝাতে হবে এই বিএনপি বিগত ১৫ বছর এদেশের জনগণ ভোট দিতে পারেনি তাই গনতন্ত্র পুনরায় পাওয়ার জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার জন্য আন্দোলন করেছি৷ এদেশে যে লুটপাট হয়েছে ব্যাংক লুট, অর্থ লুট, বিদেশে টাকা পাচার এগুলো বিরুদ্ধে আন্দোলন করেছি৷

ড. খন্দকার মোশাররফ হোসেন আরোও বলেন,  আজ অনেকেই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে৷ আওয়ামীলীগের সভাপতি ফ্যাসিস্ট শেখ হাসিনা যারা এদেশে থেকে আওয়ামীলীগ করছে তাদের না জানিয়ে রাস্তায় ফেলে দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন তার বোনকে নিয়ে৷ এখনও আবার কেউ কেউ ফেসবুকে প্রচার করছেন আগামী দিনে আওয়ামীলীগ আবারও এদেশে জেগে উঠবে৷ এত সহজ হবে না৷ আমরা এই আওয়ামীলীগের বিরুদ্ধে এই ১৫ বছর কিসের জন্য আন্দোলন সংগ্রাম করেছি৷ এটা কিন্তু বলা দরকার৷ জনগণকে বিভ্রান্ত করার জন্য এই আওয়ামীলীগের যারা সর্মথন করে তারা নানা ভাবে যড়যন্ত্র করছে৷

এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন—বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন, এ ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য  রাখেন, সাবেক উপজেলা বিএনপি'র সভাপতি এ কে এম সামচ্ছুল হক ও সাধারণ সম্পাদক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপি'র আহবায়ক এম এ লতিফ ভূঁইয়ার ও সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপি'র সদস্য সচিব মোঃ কাউছার আলম সরকার, পৌর বিএনপি'র যুগ্ন-আহবায়ক পিটার চৌধুরীসহ দাউদকান্দি-তিতাস উপজেলা ও  পৌরসভা বিএনপি'র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 

শামীম রায়হান/মো. মহিউদ্দিন

×