ছবি: সংগৃহীত
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে অনুষ্ঠিত হয়েছে ৩৬তম জাতীয় কবিতা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উদ্বোধনী অনুষ্ঠানে ফারুকী সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে মন্তব্য করেন, যেখানে পুলিশের এক কর্মকর্তা দাবি করেছিলেন যে, বই ছাপানোর আগে পাণ্ডুলিপি বাংলা একাডেমি বা পুলিশকে পাঠানো উচিত। ফারুকী এই মন্তব্যকে ‘‘হাস্যকর’’ এবং ‘‘অবিশ্বাস্য’’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী এবং বই প্রকাশের ক্ষেত্রে সেন্সরশিপের কোনো পরিকল্পনা নেই।
এছাড়া, বাংলা একাডেমি পুরস্কার প্রসঙ্গে ফারুকী বলেন, ‘‘বাংলা একাডেমি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তবে কিছু সদস্য তাদের পছন্দের মতাদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। পুরস্কার প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও দুর্নীতির অভিযোগ উড়িয়ে দেওয়া যায় না।’’ তিনি একাডেমির পরিচালনায় সংস্কারের জন্য একটি ইনক্লুসিভ কমিটি গঠনের প্রস্তাব দেন।
এদিন, জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়হান ও সদস্যসচিব রেজাউদ্দিন স্টালিনের উপস্থিতিতে শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম কবিতা উৎসবের উদ্বোধন করেন। ফারুকী তাঁর বক্তব্যে সংস্কৃতি ও সাহিত্য বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি এবং বাংলা একাডেমির কার্যক্রমে সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আসিফ