ছবি: সংগৃহীত
বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম এবং সরকারের উপর আস্থা রাখার বিষয়ে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, আমরা কি আপনাদের উপর কেয়ামত পর্যন্ত আস্থা রাখবো।
সম্প্রতি আওয়ামী লীগের মাঠে নামা নিয়ে করা হুঁশিয়ারি দেন ফারুক হাসান। শুধু হুঁশিয়ারি দেন না একই সাথে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকারের বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, এই সরকারের উপর আস্থা রেখে পাঁচটি মাস অপেক্ষা করলাম। এই সময়ে এসে শুনতে হয় আওয়ামী লীগের দুই শতাংশ খুনীকে তারা গ্রেফতার করতে পারেনি।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা কি আপনাদের উপর কিয়ামত পর্যন্ত আস্থা রাখব? আপনারা দিনে দিনে আওয়ামী লীগকে আবারো প্রতিষ্ঠা করবেন। এটা চলতে দেওয়া যাবে না।
শিলা ইসলাম