ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

চোখে গ্লিসারিন দিয়ে কাঁদতেন শেখ হাসিনা: অধ্যাপক মাহবুবুর রহমান

প্রকাশিত: ১৫:১৩, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫

চোখে গ্লিসারিন দিয়ে কাঁদতেন শেখ হাসিনা: অধ্যাপক মাহবুবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান এক সম্মেলনে বলেন, "আগস্ট মাস এলেই শেখ হাসিনা চোখে গ্লিসারিন দিয়ে কান্না করতেন এবং বলতেন- 'আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি।'"

তিনি আরও বলেন, "শেখ হাসিনা ১৫ আগস্ট নিয়ে যতই আবেগঘন বক্তব্য দিক না কেন, বাস্তবতা হলো-ইতিহাস কাউকে ক্ষমা করে না।"

অধ্যাপক মাহবুবুর রহমান আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচির কঠোর সমালোচনা করে বলেন, "তোমরা মিছিল করার সাহস পাও? এই সাহস যাতে তোমাদের না থাকে, আমরা তা নিশ্চিত করব!" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি আওয়ামী লীগ আন্দোলনে নামে, তাহলে তাদের কী পরিণতি হবে, তা তারা নিজেরাই দেখে নেবে।"

তিনি আরও বলেন, "আমরা তোমাদের প্রতিহত করব। তোমরা যতই শক্তি প্রয়োগ করো।"

অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, "আমরা সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলা তৈরি করতে চাই। তবে সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ লাগবে। স্বাধীনতার পর প্রমাণ হয়েছে, উলামায়ে কেরাম ছাড়া প্রকৃত সোনার মানুষ তৈরি হয়নি।"

শেখ হাসিনার শোক প্রকাশের প্রসঙ্গে তিনি বলেন, "শেখ হাসিনা তাঁর মা-বাবার জন্য শোক প্রকাশ করেন, কিন্তু ১৫ আগস্ট বিপ্লবে শত শত শহীদের পরিবার কীভাবে দিন কাটাচ্ছে, তা কি কখনো ভেবে দেখেছেন? এই শহীদদের মা-বাবা, ভাই-বোনেরা কি কাঁদেন না?"

তিনি আরও বলেন, "কীভাবে তুমি জুলাই আগস্ট শহীদদের মৃত্যুর পর নির্দয়ভাবে ক্ষমতা আঁকড়ে ধরে ছিলে? কিন্তু আমরা আমাদের শহীদদের রক্ত বৃথা যেতে দিবো না। আমরা কথা দিচ্ছি, বাংলার মাটিতে তোমার বিচার হবে।"

সূত্র: https://tinyurl.com/2nyejwmn  

 

আফরোজা

আরো পড়ুন  

×