ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ একটি পরীক্ষিত ফ্যাসিস্ট ভারতীয় শক্তি বলে মন্তব্য করেছে জবান পত্রিকার সম্পাদক রেজাউল করিম রনি।
বেসরকারি টেলিভিশনের এক টক শো'তে তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিকভাবে পরীক্ষিত ফ্যাসিস্ট শক্তি। শেখ হাসিনার বিকল্প কেউ হতে পারে না, খোদার পরে শেখ হাসিনা এটাই ছিলো আওয়ামী লীগের নেতাকর্মীদের মূলমন্ত্র।
আওয়ামী লীগ একটি পরীক্ষিত ভারতীয় শক্তি। আওয়ামী লীগকে রাজনীতিতে স্পেস দেয়ার সাথে ভারতকেও স্পেস দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্ন চলে আসে। কারণ, আওয়ামী লীগ যতবার ফেরার কথা বলতেছে, তার সাথে ততবার ভারতের সহযোগিতার কথা বলতেছে। জনগণকে প্রশ্ন করা যেতে পারে, তারা ভারতকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে দিবে নাকি।
তিনি আরো বলেন, আমরা এখন একটা লেট ফ্যাসিজমের ভিতরে আছি, হাসিনা নাই কিন্ত ফ্যাসিজম রয়ে গেছে। কারণ তার আমলাতন্ত্র প্রশাসনের মাধ্যমেই সব কাজ হচ্ছে এখনো। গত ১৫ বছরে যে আওয়ামী সামাজিকীকরণ হয়েছে সেই পুরো অবস্থাটাই বিদ্যমান আছে এখনো। আওয়ামী লীগের জন্য আমাদের দেশের রাজনীতি বিকশিত হতে পারে নাই।
আওয়ামী লীগ ছাড়া একটি দেশ, এটি আমাদের স্বপ্ন দেখতে পারতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না, যেই রাজনীতির জন্য আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলো সেই রাজনীতি রোটেড করতে হবে এখন।
রিফাত