সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এক টকশোতে উপস্থাপকের প্রশ্নের উত্তরে বলেন, “সরকারের হানিমুন পিরিয়ড তো এখন শেষ হয়ে গেছে”।রুমিন ফারহানা জানান, " আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের রিপোর্টে বলেছে, 'সরকারের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে।' এখন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ।"
এদিকে, রুমিন ফারহানা সরকারের দায়িত্ব সম্পর্কে মন্তব্য করেন, “সরকার দেশের মানুষের করের টাকার বিনিময়ে কাজ করছে। নাগরিকদের প্রত্যাশা ছিল, তারা যাতে কিছুটা স্বস্তি পায়, বিশেষ করে বাজারের দাম নিয়ন্ত্রণে আসলে। কিন্তু সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।”
এ বছর সংস্কার এবং নির্বাচন দুটি বিষয় নিয়ে প্রশ্ন উঠলে রুমিন ফারহানা স্পষ্টভাবেই জানান, দুটোই প্রয়োজন, এবং তিনি আশা করেন যে আগামী দুই বছরের মধ্যে এই দুটি বিষয়ই বাস্তবায়িত হবে। তিনি আরও বলেন, "এই আশা আমি রাখি কারণ সরকারের কাছে প্রাথমিকভাবে দেশের জনগণের কিছু চাওয়া ছিল। তার মধ্যে অন্যতম ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা, নিরাপত্তা নিশ্চিত করা, জনজীবনে স্বস্তি রাখা এবং বাজারের দাম নাগালের মধ্যে রাখা।"
তবে, রুমিন ফারহানা সরকারের কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার এই প্রতিটি ক্ষেত্রে যথাযথভাবে কার্যকর হয়নি।”
বিশেষ করে ঢাকার ছিনতাই পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। "ঢাকা শহরে ছিনতাই কিছুটা কমে এসেছিল, তবে এখন তা আবার বেড়ে গেছে। গুলশানে, এলিফ্যান্ট রোডে, মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে, এমনকি কিছুদিন আগে গুলশানে খুন-ধর্ষণও হয়েছে," বলেন রুমিন ফারহানা।
তিনি সরকারের ব্যর্থতার দিক তুলে ধরে আরও বলেন, "সরকার বাজারের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। আমি আজ এক সাক্ষাৎকারে শুনলাম, আমাদের অর্থ উপদেষ্টা বলছেন, এটি আগের সরকারের লেগেসি, সিন্ডিকেট আগের মতোই রয়েছে এবং নতুনরা এখন এতে যুক্ত হয়েছে। এমনকি স্থানীয় শক্তির সহায়তাও পাচ্ছে তারা।”
এছাড়া, তিনি বলেন, "সরকার যদি গত ছয় মাসে মানুষের জন্য কিছুটা স্বস্তি এনে দিত, আমি পাঁচই অগাস্ট মানুষের মধ্যে যে এক ধরনের উচ্ছ্বাস এবং মুক্তির আনন্দ দেখেছি ,এই সরকার কিন্তু নির্বাচনের জন্য এত বেশি চাপ মানে মানুষ দিত না। যদি ওই জায়গাগুলোতে সরকার মানুষকে স্বস্তি দিতে পারত।”
সূত্র:https://tinyurl.com/fctzb44j
আফরোজা