ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের পরিণতি হওয়া উচিত ছিলো সিরিয়ার পতিত সরকারের মতো: নুর

প্রকাশিত: ১১:০৩, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগের পরিণতি হওয়া উচিত ছিলো সিরিয়ার পতিত সরকারের মতো: নুর

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগের বিরুদ্ধে সিরিয়ার আসাদ সরকারের মতো পদক্ষেপ নেয়া উচিত ছিলো, যাতে অন্যদের মধ্যেও আতঙ্ক কাজ করে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বেসরকারি টেলিভিশনের এক টক শো'তে তিনি আরও বলেন, সিরিয়াতে অভ্যুত্থানের পরে আসাদ সরকারের ৩৫ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আসাদকে বিলুপ্ত করে দেয়া হলো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ ছিলো আন্দলোনে আহত হওয়া ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেয়া। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিলে এটি দেখে বাকিদের মধ্যেও আতঙ্ক কাজ করতো। কেউ যেন আওয়ামী লীগের পক্ষে ওকালতি করার সুযোগ না পায়। সেখানে দেখলাম আওয়ামী লীগ কর্মসূচি করছে, আমাদের সাথে চোর-পুলিশ খেলছে। 

তিনি বলেন, সরকারের দুর্বলতা দেখেই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে৷ ২৮ অক্টোবর ২০২৪ এর পরে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর ৩২ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিলো নির্বাচন নিয়ে আন্দোলন করার জন্য। আর এই অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের ৩২০ জনও গ্রেপ্তার হয়নি। জুলাই অভ্যুত্থানে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিলো, সরকারের ভূমিকার কারণে এখন তা বিভাজনে রুপ নিচ্ছে। আওয়ামী লীগ এটারই সুযোগ নিচ্ছে৷ 

 

সূত্রঃ https://youtu.be/Ae7o4Whykfw?si=Ix51mvClmpYoaBqT

রিফাত

আরো পড়ুন  

×