ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

গাজীপুরে দিনভর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল!

প্রকাশিত: ১০:১৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে দিনভর নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল!

ছবি: সংগৃহীত

গাজীপুরে শুক্রবার (৩১ জানুয়ারি) দিনভর মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। সকাল এবং দুপুরে দুটি মিছিলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে ব্যপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রথম মিছিলের ভিডিওতে দেখা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে কিছু যুবক "দ্রব্যমূল্যের দাম কমাও, নেত্রী আসছে" লেখা ব্যানার নিয়ে রাস্তায় মিছিল করছে। ওই ব্যানারে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজের নামও দেখা গেছে। এই মিছিলে তারা স্লোগান দেয়—"রাজপথে সিরাজ ভাই, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই", "জয় বাংলা, জয় বঙ্গবন্ধু" প্রভৃতি।

এদিকে দ্বিতীয় মিছিলে গাজীপুর জেলা ছাত্রলীগের সৌজন্যে ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে একটি ব্যানার নিয়ে মিছিল করা হয়।

এসব মিছিলের স্লোগানগুলো ছিল—"শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে। শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে", ইত্যাদি।

এ ব্যপারে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

ভিডিও দেখুন: https://youtu.be/_PxdJEYeFpo?si=SAWNI9VBGSstRPTr

এম.কে.

আরো পড়ুন  

×