ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পরীমণি ও অপু বিশ্বাসকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে: আশরাফ কায়সার

প্রকাশিত: ১০:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে পরীমণি ও অপু বিশ্বাসকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে: আশরাফ কায়সার

ছবিঃ সংগৃহীত

আওয়ামী লীগ পরীমণি ও অপু বিশ্বাসকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছে সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক টক শো'তে তিনি আরো বলেন, অপু বিশ্বাস, যিনি একজন নায়িকা। তিনি শোরুম উদ্বোধন করতে যেতে পারেনি তাই আবেগঘন হয়ে একটি স্ট্যাটাস দিয়েছে। আওয়ামী লীগ সেটিকে প্রচার করছে, শেয়ার করছে এবং বলছে অভিনেত্রীর অধিকার লঙ্ঘিত হয়েছে। সেই দল, যে আমাদের সকলের নাগরিক অধিকার, ভোটাধিকার, জীবনের অধিকার হরণ করেছে। সেই দল আজকে একজন নায়িকার অধিকার নয়ে চিন্তিত। কতটা দেউলিয়া হলে শেখ মুজিব, হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীর আওয়ামী লীগ পরীমণি ও অপু বিশ্বাসে এসে স্থিতি পেয়েছেন।

আশরাফ কায়সার বলেন, নৈতিকভাবে চিন্তা করলে আওয়ামী লীগের টপ লিডাররা তাদের জীবদ্দশায় আর রাজনীতি করতে পারবে বলে আমি মনে করি না। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আসতে পারবেন না। তাদের যে চেহারা আমরা গত ১৫ বছর দেখেছি, তাতে এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই। 

 

সূত্রঃ https://youtu.be/Z69Lhkgrn-k?si=5SCoPm5CA9n9xHjs

রিফাত

×