ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্পকে তাদের নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার।
রাষ্ট্রীয় টেলিভিশনের এক টক শো'তে তিনি আরো বলেন, আগে একবার আওয়ামী লীগ কর্মসূচি দিলেও সবাই ঐক্যবদ্ধ থেকে তা প্রতিহত করেছে। কিন্ত এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার বাদে কেউ কথা বলছে না। এটি অত্যন্ত সন্দেহজনক, যা মানুষের প্রত্যাশা পূরণ করছে না। আওয়ামী লীগ নূর হোসেনকে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। আওয়ামী লীগ এখন একটা দেউলিয়া রাজনৈতিক দল।
আশরাফ কায়সার আরো বলেন, নৈতিকভাবে চিন্তা করলে আওয়ামী লীগের টপ লিডাররা তাদের জীবদ্দশায় আর রাজনীতি করতে পারবে বলে আমি মনে করি না। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে আর কোনদিন আসতে পারবেন না। তাদের যে চেহারা আমরা গত ১৫ বছর দেখেছি, তাতে এদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।
রিফাত