ছবি: সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা উপেক্ষা করে কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, তরুণদের শক্তি ও উদ্দীপনা গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম চালিকা শক্তি, তবে প্রবীণদের অভিজ্ঞতাও উপেক্ষা করা উচিত নয়।
শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা তরুণদের সম্মান করি এবং তাদের শক্তির গুরুত্ব বুঝি। তবে রাজনৈতিক বাস্তবতা ও সাংবিধানিক কাঠামো মেনে চলতে হবে। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে হয়েছে, শুধুমাত্র সংবিধানের ব্যাখ্যার জন্য নয়।”
তিনি বর্তমান সরকারের কার্যক্রমের সমালোচনা করে বলেন, “নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্ট পাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। অথচ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার কোনো প্রতিফলন আমরা এখনো দেখছি না।”
প্রিন্স আরও বলেন, বিএনপি কখনো আপসের রাজনীতি করেনি, বরং ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। “আমাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলা হলেও বাস্তবতা হলো, শেখ হাসিনার পতনের তিন মাসের মধ্যেই নির্বাচন করা সম্ভব ছিল। বিএনপি একটি সংগঠিত দল এবং অতীতে আমরা এরশাদের পতনের পর তিন মাসের মধ্যে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছিলাম।”
তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল। তরুণদের শক্তিকে আমরা স্বীকার করি, কিন্তু কেবল আবেগ দিয়ে রাজনীতি হয় না। বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করেই আমাদের সামনে এগোতে হবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/WrMD52WVeq0?si=jxQFCffVRASNj3kB
এম.কে.