ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

মারেন, গালাগালি করেন, কিন্তু আমরা আপনাদের পাশেই আছি এবং থাকবো: রাশেক রহমান

প্রকাশিত: ০৯:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৯:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫

মারেন, গালাগালি করেন, কিন্তু আমরা আপনাদের পাশেই আছি এবং থাকবো: রাশেক রহমান

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা রাশেক রহমান বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল, এবং সকল চ্যালেঞ্জ মোকাবিলা করেও জনগণের পাশেই থাকবে। তিনি জোর দিয়ে বলেন, "আমাদের মারতে পারেন, গালাগালি করতে পারেন, কিন্তু আমরা আপনাদের পাশেই আছি এবং থাকবো।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন মামলা-হামলা নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, "আওয়ামী লীগ কোনো হরতাল ডাকে নাই। বরং আমরা চাই, গণতান্ত্রিক ধারা বজায় থাকুক এবং জনগণের কল্যাণে রাজনীতি হোক।"

তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় স্বাভাবিকভাবেই কিছু চ্যালেঞ্জ এসেছে, তবে দলকে নতুনভাবে সংগঠিত করার প্রয়োজনীয়তা রয়েছে। "জনগণ আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের নিজেদের মধ্যেও সমন্বয় বাড়াতে হবে," বলেন তিনি।

বিরোধীদের মামলার রাজনীতি নিয়ে তিনি বলেন, "আমার বিরুদ্ধে হত্যা মামলাও দেওয়া হয়েছে, অথচ সেই সময় আমি দেশে ছিলাম না। আমার পাসপোর্ট ও ইমিগ্রেশন রেকর্ডই তা প্রমাণ করতে যথেষ্ট। এটা যে শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, তা সবাই বুঝতে পারছে।"

নাশকতার মামলাগুলোর বিচার না হওয়ার প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, "আইনমন্ত্রী কি একবারও সংশ্লিষ্ট সরকারি আইনজীবীদের জিজ্ঞাসা করেছেন, কেন এই মামলাগুলোর বিচার হয়নি?"

নতুন প্রজন্মের ভূমিকা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তিনি বলেন, "আমাদের এমন নেতাদের প্রয়োজন, যারা তরুণদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবা করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।"

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই। যত চ্যালেঞ্জই আসুক, আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে। আমাদের আঘাত করতে পারেন, অপমান করতে পারেন, কিন্তু আমাদের লক্ষ্য একটাই—দেশ ও জনগণের কল্যাণ।"

সম্পূর্ণ ভিডিও দেখুন: https://youtu.be/bHpgdvuvzAo?si=Nef4QwyW8msoOIeX

এম.কে.

আরো পড়ুন  

×