
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতা রাশেক রহমান স্পষ্টভাবে বলেছেন, "আওয়ামী লীগ কোনো হরতাল ডাকে নাই।" সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
রাশেক রহমান জানান, বর্তমান সময়ে আওয়ামী লীগকে নতুনভাবে সংগঠিত করার প্রয়োজন রয়েছে। তিনি বলেন, "আমরা জনবিচ্ছিন্ন নই, জনগণ আমাদের সাথে আছে। তবে আমাদের নিজেদের মধ্যে সমন্বয়ের ঘাটতি ছিল, সেটি ঠিক করতে হবে।"
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা দেওয়া হয়েছে, অথচ সেসব মামলার তারিখে তিনি দেশে ছিলেন না। এ বিষয়ে তিনি বলেন, "আমার পাসপোর্ট ও ইমিগ্রেশন রেকর্ডই দেখিয়ে দেবে যে, ওই সময় আমি দেশে ছিলাম না। মামলার একটা ব্যবসা চলছে, কিন্তু যারা এই ব্যবসা করছেন, তারা ভুলে যাচ্ছেন যে একদিন অন্যরাও একই কাজ করতে পারে।"
তিনি আরও বলেন, ২০১৩-১৪ ও ২০১৫ সালে দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার মামলাগুলোর বিচার এখনো হয়নি। এ বিষয়ে তিনি প্রশ্ন তোলেন, "আইনমন্ত্রী কি একবারও সংশ্লিষ্ট সরকারি আইনজীবীদের ডেকে জিজ্ঞাসা করেছেন, কেন এসব মামলার বিচার হয়নি?"
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের করণীয় কী—এ প্রসঙ্গে রাশেক রহমান বলেন, "কোনো দল যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, স্বাভাবিকভাবেই কিছু জায়গায় সমস্যা তৈরি হয়। আমাদের দলেও কিছু ভুল হয়েছে, কিন্তু এখন সময় এসেছে সেগুলো সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার।"
নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, "আমাদের এমন নেতাদের দরকার, যারা নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। তরুণরা যেন নেতৃত্বের সঙ্গে নিজেকে যুক্ত অনুভব করে, এমন পরিবেশ তৈরি করতে হবে। ক্ষমতা দখলের জন্য রাজনীতি নয়, বরং মানুষের ভালোবাসা অর্জন করাই বড় বিষয়।"
সাক্ষাৎকারে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে বলেন, "আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের মারতে পারেন, গালাগালি করতে পারেন, কিন্তু আমরা আপনাদের পাশেই আছি এবং থাকবো।"
সম্পূর্ণ ভিডিও দেখুন: https://youtu.be/bHpgdvuvzAo?si=Nef4QwyW8msoOIeX
এম.কে.