ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

২৪ হয়েছে বলে ৭১ কে খাটো করা যাবে না: ড. রাশেদা

প্রকাশিত: ০৪:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫

২৪ হয়েছে বলে ৭১ কে খাটো করা যাবে না: ড. রাশেদা

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. রাশেদা রওনক খান মন্তব্য করেছেন, "কোনো একটি রাজনৈতিক মতাদর্শের অন্ধ অনুসরণ করা উচিত নয়।"

তিনি আরও বলেন, "২৪ মানে এই নয় যে আমরা ৭১-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করব। যদি ৭১ না হতো, তাহলে ২৪ ও আসত না। একাত্তরের গুরুত্ব অস্বীকার করা বা সেটাকে ছোট করা অসম্ভব। কারণ একাত্তর থেকেই ২৪-এর প্রাসঙ্গিকতা এসেছে। এ নিয়ে দ্বিমত করার কোনো জায়গা নেই।"

এছাড়া, ড. রাশেদা রওনক খান তরুণ রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলেন, "যদি কেউ দ্বিমত করে, তাহলে হয় তারা অন্ধ অনুসরণ করছে, অথবা তাদের জ্ঞান ও ইতিহাসের সচেতনতা কম।"

তিনি বলেন, "রাজনীতি করতে হলে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো হলো—জ্ঞান, প্রজ্ঞা এবং ইতিহাস। ইতিহাস বলতে শুধু মুক্তিযুদ্ধের ইতিহাস নয়, বরং বাঙালির ইতিহাস, মানুষের ইতিহাস, এবং পৃথিবীর ইতিহাসের প্রতি গভীর জ্ঞান থাকা প্রয়োজন। তরুণ রাজনীতিবিদদের সবকিছু জেনে বুঝে রাজনীতি করা উচিত।"

সূত্র: https://www.youtube.com/watch?v=4yf9wOjwgXk

নুসরাত

×