ঢাকা, বাংলাদেশ   শনিবার ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১

তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকের: নাগরিক কমিটি

প্রকাশিত: ০৩:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৫

তরুণদের রাজনীতি সহ্য হচ্ছে না অনেকের: নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের এখন রাজনীতিতে দেখতে চায় দেশের মানুষ বলে দাবি করেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি অভিযোগ করে বলেন, "যারা এই আন্দোলনে প্রাণ দিয়েছে, যেসব ছাত্ররা সংগ্রাম করেছে, তাদের নতুন রাজনীতির    এই স্বপ্ন সহ্য হচ্ছে না অনেকের।"

তিনি স্পষ্ট করে বলেন, "এই বাংলাদেশের সামনের দিনে ফ্যাসিবাদ যেন না আসে, এবং দেশের মানুষ যেন মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে—এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে এদেশে তরুণ সমাজ এগিয়ে এসেছে।"

এ সময় নাগরিক কমিটির সভাপতি নুরুল হক নুর তরুণ সমাজকে রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, "আগামীর বাংলাদেশে যেন গণ-অভ্যুত্থানের চেতনাধারী কোনো সংগঠন এবং ব্যক্তি এই আন্দোলনকে নিজের বা দলের সম্পদে পরিণত করতে না পারে। এ ব্যাপারে আমাদের সচেতন এবং সজাগ থাকতে হবে।"

তিনি আরও বলেন, "হাসিনার পতনের জন্য সবাই, এমনকি যারা রাজনীতি করে না, তারাও গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিল। তাই যারা আজ আবার হাসিনাকে পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।"

এছাড়াও, নুর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন যে, এখন পর্যন্ত আহতদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব হয়নি।

সূত্র: https://www.youtube.com/watch?v=Nk7-J5oF5R0

নুসরাত

আরো পড়ুন  

×