ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

ছাত্ররা ভাবছে তাদের নতুন দলটি এক নাম্বার হয়ে যাবে: রেজা কিবরিয়া

প্রকাশিত: ১৮:০৮, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:০৯, ২৭ জানুয়ারি ২০২৫

ছাত্ররা ভাবছে তাদের নতুন দলটি এক নাম্বার হয়ে যাবে: রেজা কিবরিয়া

ড. রেজা কিবরিয়া

সম্প্রতি এক গণমাধ্যম সাক্ষাৎকারে ছাত্রদের নতুন প্রসঙ্গে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেন, তারা ভাবছে তারা দল গঠন করবে আর তা নির্বচন করে জিতে চলে আসবে।

ছাত্ররা কি করছে এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, এটাকে তারা ছেলেখেলা ভেবেছে। এটা কত কঠিন জিনিস তা তারা বুঝে কি না আমি জানি না।

এসময় তিনি আরও উল্লেখ করেন, ছাত্ররা ভাবছে তারা একটি দল তৈরি করবে। আর সেটি জনপ্রিয় হয়ে যাবে। আর তা নির্বাচন জিতে চলে আসবে। আর সে দলটা বাংলাদেশে এক নাম্বার দল হয়ে যাবে।

এসময় বাংলাদেশে জনপ্রিয় দল কোনটা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশে জনপ্রিয় দল তো একটাই। সেটা হলো বিএনপি। জামাত ও জনপ্রিয়। কিন্তু বিএনপির সাথে তো ছাত্রদের দলের কোন তুলনা হয় না।

সূত্র: https://youtu.be/EG87AuUJGY8?si=J-vcqmfq6BCH8m-u

ইসরাত

×