ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

যৌক্তিক সময়ে নির্বাচন হলে সব সংকট কেটে যাবে:রংপুরে শামসুজ্জামান দুদু

নিজস্ব সংবাদদাতা রংপুর।।

প্রকাশিত: ১৭:১৬, ২৭ জানুয়ারি ২০২৫

যৌক্তিক সময়ে নির্বাচন হলে সব সংকট কেটে যাবে:রংপুরে শামসুজ্জামান দুদু

 

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যৌক্তিক সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সব সংকট কেটে যাবে।

 

তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা রয়েছে। তারা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে দেশকে গণতন্ত্রমুখী করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

 

সোমবার (২৭ জানুয়ারী) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে রংপুর মহানগর বিএনপি কর্মী সম্মেলনে কথা বলেন।

 

বিএনপি ভাইস চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু সদস্য সন্তানতুল্য। তারা গণঅভ্যুত্থানের সাথে জড়িত ছিল। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বাজার ব্যবস্থা স্বাভাবিক হবে না। ষড়যন্ত্রকারীদের দমিয়ে রাখাও সম্ভব হবে না।

 

তিনি বলেন, অনেকেই শিশুসুলভ বক্তব্য দেন। এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগেই বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু ছিলেন, তখনই বিএনপি আন্দোলনে নেমেছে। ১৫ বছর পরে আপনারা আন্দোলন করলেন। সবাই আপনাদের সঙ্গে অংশগ্রহণ করেছে।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি সম্মানিত মানুষ। এমন কোন কাজ করবেন না, যাতে আপনার ওপর দেশের মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয় আপনার সম্মান বিনষ্ট হয়। আপনার ওপর এখনো বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ ব্যবহার কলঙ্কিত করতে চাচ্ছে। এই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে।

 

বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনমুখী দল, যেকোনো সময় নির্বাচন হলেই বিএনপি অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে। কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে আর দমিয়ে রাখা যাবে না।

 

মহানগর বিএনপি আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অনুষ্ঠানে রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আমিনুল হক মহানগর বিএনপি সদস্যসচিব মাহফুজুন নবী ডনসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সাজ

সম্পর্কিত বিষয়:

×