ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যা বললেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

প্রকাশিত: ১৪:৩৭, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৫:০৪, ২৭ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যা বললেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি চলমান রয়েছে বলে এক সাক্ষাৎকারে নিশ্চিত করেন নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম। 

আবৈধ ও অসাংবিধানিক সরকারের পতন নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামীলীগ কাজ করছে বলেন তিনি।সাদ্দাম মনে করছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের পায়ের নিচ থেকে ক্রমান্বয়ে মাটি সরে যাচ্ছে, এই সরকারের বিরুদ্ধে জনগণ ক্রমে সংঘটিত হচ্ছে। 

তিনি আরো যুক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে। 

নিষিদ্ধ  ছাত্রলীগের সভাপতি সাদ্দাম বলেন, বিচার বিভাগ প্রহসন শুরু করেছেন।যেই সরকার পুলিশ হত্যার বিচার করতে পারেনা সেই সরকার জনগণের জান মালের নিরাপত্তা কতটুকু দিতে পারবে তিনি সন্দেহ পোষণ করেন। 

তিনি অভিযোগ করেন ,যারা অপরাধী যারা যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তারা আজ সরকারে বসেছে। সাদ্দাম বলেন শিক্ষার্থীদের যারা হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে এবং আগামী ক্ষমতায় শেখ হাসিনাই এর বিচার  করবেন। 

সাদ্দাম বলেন আইসিটি ট্রাইবুনালে শেখ হাসিনার বিচার হবে আর বাংলাদেশের মানুষ সেটা চেয়ে দেখবে এমনটা তিনি বিশ্বাস করেন না। তার বিশ্বাস দেশের জনগণ অবশ্যই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

 সাদ্দাম বলেন,বাংলাদেশের এক ধরনের সহিংস মৌলবাদী শক্তির উত্থান হয়েছে। 

 সাদ্দাম আরো বলেন বাংলাদেশের তৃণমূলের ছাত্রলীগ নেতা কর্মী ,তৃণমূলের আওয়ামীলীগ নেতা কর্মীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

বাংলাদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, আর তার প্রতিবাদে জনগণ গোটা বাংলার দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। সাদ্দাম বলেন দেশব্যাপী ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে সাংগঠনিক নেটওয়ার্ক সেটি পুনর্গঠন করার চেষ্টা করছে, বিভিন্ন সময় মিটিং করছে।

আগামী দিনগুলোতে যেন সাংগঠনিকভাবে আন্দোলন সংগ্রামে তারা অবতীর্ণ হতে পারে ,সৃজনশীল এবং শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করে প্রতিরোধমূলক আন্দোলন গড়ে  সরকারের চূড়ান্ত বিদায় নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হওয়ার চেষ্টা করছে। 

এর উত্তরে এক সাক্ষাৎকারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন শেখ হাসিনার সাথে বাংলাদেশের জনগণের এই নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশের জনগণ প্রচন্ডভাবে শেখ হাসিনাকে অনুভব করে বলছেন এই ছাত্রলীগ নেতা।

বলেন, প্রিয় নেত্রীর নেতৃত্ব দক্ষতা সাফল্য বর্তমান সরকারের সাথে তুলনা করেন। বলেন দেশের জনগণ ইতোমধ্যে দেখেছে গত পাঁচ মাসে ফ্যাসিস্ট ইউনুস সরকার কি করেছে আর শেখ হাসিনা কি করেছিল। 

তিনি অভিযোগ করেন এ সরকারের বই দেয়ার ক্যাপাসিটি নেই, এইচএসসি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি নেই, বাংলাদেশের জনগণের জীবনের কোন নিরাপত্তা নেই।

সাদ্দাম জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের জনগণ দুবেলা ভাত খাবে সে বাস্তবতাও ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। 

তিনি জানান,বাংলাদেশের জনগণকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিবেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশের কয়েক প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করেছেন। কিনে সাহস নিয়ে এবং সততার সাথে তিনি এগুলো বাস্তবায়ন করেছেন। 

 

 

সূত্র:https://tinyurl.com/4ajr9tjk

আফরোজা

×