ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: ডা. শফিকুর

প্রকাশিত: ১৪:০৫, ২৭ জানুয়ারি ২০২৫

চীন আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার: ডা. শফিকুর

ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭৬ সাল থেকে চীন বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশের বেশিরভাগ বড় প্রকল্পে চীনের সহায়তা রয়েছে। দেশের দীর্ঘতম সেতু, যার নির্মাণে চীনের আর্থিক ও কারিগরি সহায়তা ছিল, ইতোমধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সাড়ে ৫ কোটি মানুষের জীবন সহজ করে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সবচাইতে যে বড় সম্মেলন কেন্দ্র রয়েছে— চীন-বাংলাদেশ সম্মেলন কেন্দ্র। এটি মূলত চীন আমাদের উন্নয়ন সহযোগী হিসেবে বাস্তবায়ন করেছিল। কিন্তু পরে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পুরোটাই বাংলাদেশকে উপহার দিয়েছে। আমরা এ জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রিপাবলিক অব চায়না তার সম্মানিত প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীনের জনগণকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

ডা. শফিকুর রহমান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ওয়ামি স্ট্রাস্ট মাঠে রোববার সকালে চীন এবং জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, চীন সরকার ইতোমধ্যে বাংলাদেশে অনেকগুলো কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবে। যাতে করে আমাদের পরবর্তী জেনারেশন ভবিষ্যত প্রজন্ম চায়নার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে।

তিনি আরও বলেন, আজ বিশ্বে যে কয়টি দেশ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশলে একেভারেই সামনের সারি থেকে নেতৃত্ব দিচ্ছে চায়নার তার অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অতএব চায়না থেকে আমাদের পাওয়া এবং জানার অনেক কিছু আছে। আজকে যে মহৎকাজের জন্য চায়না রিপাবলিকের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত এবং তার সহকর্মীরা এখানে এসেছেন আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি, এর মাধ্যমে আমাদের এই সহযোগিতার যে অভিযাত্রা শুরু হলো, এটি দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে।

নুসরাত

×