ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: শফিকুল ইসলাম 

প্রকাশিত: ১৩:৫৮, ২৭ জানুয়ারি ২০২৫

আসাদুজ্জামান খান বাংলাদেশের কসাই: শফিকুল ইসলাম 

উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছবি: সংগৃহীত।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে “বাংলাদেশের কসাই” আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিনি দেশে নির্দয়ভাবে হত্যা, নির্যাতন ও নিপীড়নের অন্যতম প্রতীক। আজ (২৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রেস সচিবের এই মন্তব্য আসে আসাদুজ্জামান খানের সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে। শফিকুল আলম বলেন, আসাদুজ্জামান খান বাংলাদেশের ছোট ছোট বাচ্চা, শিক্ষার্থী, শ্রমিক এবং রিকশাচালকদের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছেন। তিনি এমন একজন ব্যক্তি যিনি জনগণের দৃষ্টিতে ‘বুচার অব বাংলাদেশ’ হিসেবে পরিচিত।

তিনি আরও বলেন, এমন একজন বর্বর নেতাকে যারা আন্তর্জাতিক গণমাধ্যমে প্ল্যাটফর্ম দিচ্ছে, তাদের মান ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এটি একটি পরিকল্পিত প্রোপাগান্ডা ক্যাম্পেইন যা বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সংবাদ ব্রিফিংয়ে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক মাধ্যমে যে গুজব ছড়ানো হয়েছে এসব মূলত পালিয়ে থাকা ব্যক্তিদের কাজ।

প্রেস সচিব বলেন, যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এসব গুজব ছড়াচ্ছে। এক সময় যারা বলেছিল 'শেখ হাসিনা পালায় না’, তারাই এখন পালিয়ে গিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

সায়মা ইসলাম

×