ছবি: সংগৃহীত
চেয়ারম্যান ও মেয়র পদে সরাসরি ভোটের পরিবর্তে ইউপি সদস্য ও কাউন্সিলরদের ভোটে নির্বাচন করার প্রস্তাব এনেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। এছাড়া, এসব পদে ন্যূনতম স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক করার সুপারিশও করা হয়েছে। সরাসরি ভোটে নির্বাচিত হবেন কেবল ইউপি সদস্য ও সিটি করপোরেশনের কাউন্সিলররা।
কমিশনের মতে, দল ও টাকার প্রভাবে শিক্ষিতরা জনপ্রতিনিধি হতে পারছেন না। এজন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার শর্ত আনা হচ্ছে। ইউপি সদস্যরা চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং পৌরসভা ও সিটি করপোরেশনের কাউন্সিলররা মেয়র নির্বাচিত করবেন।
চেয়ারম্যান ও মেয়ররা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন এবং উচ্চ বেতন পাবেন। পাশাপাশি, সংসদ সদস্যরা স্থানীয় সরকারে কোনো ভূমিকা রাখতে পারবেন না, কেবল মতামত দিতে পারবেন।
এছাড়া, স্থানীয় সরকার কাঠামোয় ছায়া পরিষদ ও স্থায়ী কমিটি গঠন এবং উন্নয়ন কার্যক্রম তদারকির নতুন প্রস্তাবনা থাকছে। প্রতিবেদনটি চূড়ান্ত করে ফেব্রুয়ারির শেষে জমা দেওয়ার পরিকল্পনা করছে কমিশন।
নাহিদা