কমনওয়েলথ এশিয়া ইয়ুথ সামিট ২০২৫ এ যোগ দিতে পাকিস্তান যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আকরাম হোসেন রাজ।
আকরাম হোসেন রাজ তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, স্বপ্ন পূরণের নতুন যাত্রা। দেখা হবে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত "Commonwealth Asia Youth Summit 2025" প্রোগ্রামে।
পোস্টে তিনি আরো লিখেছেন, বিশাল হাওরের বুকে কুয়াশাচ্ছন্ন ভোরে জন্ম নেওয়ার পর থেকেই যেনো আমার স্বপ্ন দেখা শুরু। হাওরের কাদা মাটি ও খোলা আকাশের নিচে বিশাল চারণভূমি পেরিয়ে প্রাচ্যের অক্সফোর্ড আসা ছিল যেমন স্বপ্নের মতো ঠিক তেমনি চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তীতে দেশের বাহিরে একজন ইয়ুথ লিডার হিসাবে যোগদান করাও স্বপ্নের মতো।
আশিক