সম্প্রতি সাংবাদিক মাসুদ কামাল সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে 'উজিরে খামোখা' বলে সমালোচনা করেছেন। এর পরিপ্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে পিনাকী ভট্টাচার্য অনলাইনের সিপাহসালার বলেন মাসুদ কামালকে।
মাসুদ কামাল বলেন, “মাহফুজ আলম ভোট কি জিনিস সেটা জানেন না, জীবনে কখনো নির্বাচন করেননি।” পাল্টা প্রতিবাদে পিনাকী ভট্টাচার্য বলেন, “এটা কি মাসুদ কামাল নিজেও জানেন না? ১৬ বছর ধরে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, তবে এর আসল উদ্দেশ্য কী?”
এর প্রতিবাদে পিনাকী ভট্টাচার্য বলেন ,আওয়ামী লীগ যেভাবে ভোট না দিয়ে নির্বাচন না করে ভোট বিশেষজ্ঞ হয়েছে উপদেষ্টা মাহফুজা আলম সেভাবেই পদ পেয়েছে।
এদিকে, মাহফুজ আলম তার বক্তব্যে বলেন, “কোনভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না।আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী।তারা দেশের স্বার্থ বিক্রি করে ভারতকে। আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, তাই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত নয়।”
এ প্রসঙ্গে পিনাকী ভট্টাচার্য আরো বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভারতের কাছে বাংলাদেশের স্বার্থ বিক্রি করেছে। তারা যখন ক্ষমতায় থাকে না, তখন এমন সব কার্যক্রম করে যাতে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াতে না পারে।”
মাসুদ কামাল তার বক্তব্যে বলেন, “এই সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে ”
এখন সকলের নজর আসন্ন নির্বাচন এবং এসব আলোচনার ফলাফলের দিকে। তবে মাসুদ কামাল ও পিনাকী ভট্টাচার্যের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের বাকযুদ্ধে দেশের রাজনৈতিক ভবিষ্যত কতটা প্রভাবিত হতে পারে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
সূত্র: https://www.youtube.com/watch?v=SqKHzyxxFbs
আফরোজা