সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ছবি: সংগৃহীত।
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের সম্প্রতি (২৬ জানুয়ারি) এক বক্তব্যে তিনি উল্লেখ করেছেন যে, বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
তিনি আরও বলেন, আমি এতদিন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিলাম, কিন্তু এখন কেন এর পক্ষে কথা বলছি, সে প্রশ্ন উঠতে পারে। একইভাবে, যারা এতদিন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন, আজ তারা কেন এর বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেটাও প্রশ্ন হতে পারে। তবে, পরস্পর দোষারোপ করে লাভ নেই। আমি কেন তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে কথা বলছি, তার ব্যাখ্যা দিচ্ছি।
আরাফাত বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। তখন একটি সংসদীয় গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এটি বাতিল হয়েছিল। এরপর আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন করেছিলাম। কিন্তু বর্তমানে সেই পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রুলের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে এসেছে। অন্যদিকে, দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই। বরং একটি অবৈধ সরকার ক্ষমতায় রয়েছে।
সম্প্রতি ইউটিউবে ফাঁস হওয়া একটি রেকর্ডকৃত ফোনকলে আরাফাত এ কথাগুলো বলেছিলেন। এই রেকর্ড প্রকাশের পর এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে। বক্তব্যে তিনি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান পরিস্থিতি এমন এক অবস্থায় দাঁড়িয়েছে, যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন অপরিহার্য।
সূত্র: https://www.youtube.com/watch?v=TbqpcG427qE
সায়মা ইসলাম