ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

বিএনপি খেলছে ভালো, সমন্বয়করা তো বাচ্চা: মাসুদ কামাল

প্রকাশিত: ০০:০৭, ২৭ জানুয়ারি ২০২৫

বিএনপি খেলছে ভালো, সমন্বয়করা তো বাচ্চা: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত।

মাসুদ কামাল মন্তব্য করেছেন যে, বিএনপি জনগণের আস্থায় নিজেদেরকে উপস্থাপন করে ভালো খেলছে। তিনি একটি টকশোতে বিএনপি ও তার কর্মকাণ্ড সম্পর্কে নানা বিষয়ে আলোচনা করেছেন। মাসুদ কামাল বলেন, বিএনপি যে কার্যক্রম চালাচ্ছে এবং বিএনপির সম্পর্কে অন্যান্য রাজনৈতিক নেতারা যেমন নাহিদ ইসলাম ও মাহফুজ আলম আলোচনা করছেন, তা মূলত বিএনপিরই উদ্দেশ্য ছিল।

তিনি বলেন, অনেক সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের ভেতরের কিছু সদস্য এখন এই ধারণায় পৌঁছেছে যে বিএনপির মাধ্যমেই তারা সামনে এগিয়ে যেতে পারবে। রাজনীতির মাঠে যদি তারা আবার ফিরে আসতে চায়, তবে বিএনপিই তাদের একমাত্র ভরসা। এই ধরনের চিন্তা এখন আওয়ামী লীগের লোকেদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে।

বিএনপিরা মূলত সমন্বয়দেরকে উসকানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলার জন্য বলে মন্তব্য করেন মাসুদ কামাল। তিনি আরও বলেন, বিএনপি কেন আওয়ামী লীগ সম্পর্কে কথা বলছে—তারও একটি কারণ আছে। উদাহরণস্বরূপ, ২০০১ সালে আওয়ামী লীগ মাত্র ৬২টি আসন নিয়ে দুই কোটি বেশি ভোট পেয়েছিল। এখন জনসংখ্যা বেড়ে যাওয়ায় আওয়ামী লীগের সমর্থকদের সংখ্যা বেড়েছে। প্রশ্ন হলো, সেই ভোটগুলি কোথায় যাবে?

মাসুদ কামাল বলেন, যদি বিএনপি আওয়ামী লীগের এই সমর্থকদের মনে এই ধারণা সৃষ্টি করতে পারে যে তারা তাদের 'উদ্ধারকর্তা', তবে বিএনপি সেই ভোটগুলি পেতে সক্ষম হবে।

তিনি আরও উল্লেখ করেন, এখন ভোটের খেলা চলছে, আর এই খেলায় সমন্বয়করা ভুল করছে।

সূত্র:https://www.facebook.com/watch/v=1368281447957067&rdid=ghzZG5hteQAaZKNe

নুসরাত

×