ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৭ জানুয়ারি ২০২৫, ১৪ মাঘ ১৪৩১

পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না: রিজভী

প্রকাশিত: ২৩:১১, ২৬ জানুয়ারি ২০২৫

পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না: রিজভী

ছবি: সংগৃহীত।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,মানুষের পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না।

তিনি আরো বলেন, বর্তমান ড. ইউনূস সরকারকে আমরাও সমর্থন করি। তবে তাদের অবশ্যই চালের দাম কমাতে হবে, মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে হবে। শেখ মুজিবের পাহাড়সম জনপ্রিয়তা থাকার পরও চালের দাম বৃদ্ধি ও দুর্ভিক্ষের কারণে সবই ধসে গিয়েছিল। মুজিব মরার পর কেউ ইন্না-লিল্লাহ পড়েনি। আপনারা সংস্কার করুন তবে দ্রুত করুন। মানুষের পেটে ভাত না থাকলে মানুষ জুলাই ঘোষণা শুনবে না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে শর্টগান নিষিদ্ধ করতে হবে, পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, খাদ্যের নিশ্চয়তা দিতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা দিতে হবে। এর চাইতে বড় কোনো সংস্কার আর হতে পারে না। অবশ্যই এই সরকারকে গণতন্ত্রের উত্তোরণ নিশ্চিত করতে হবে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এ কথা বলেন।

তিনি বলেন, শেখ পরিবারে একটি সৎ মানুষ খুঁজে পাবেন না। ২৮ লাখ কোটি টাকা পাচার করেছে। শুধু লুটপাট আর লুটপাট। দেশে কোনো ভালো শিক্ষাপ্রতিষ্ঠান হোক, দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক শেখ হাসিনা তা চাননি। তিনি চেয়েছিলেন অন্য একটি দেশ তাদের এসব দিবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনা তার নামে, পতুলের নামে, জয়ের নামে, রেহানার নামে, টিউলিপের নামে, রুপন্তির নামেসহ আত্মীয়দের নামে দুর্নীতি করে সম্পদ করেছেন। উন্নয়ন দেখিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান আর হাসপাতাল ধ্বংস করেছেন।

আলোচনা সভায় বক্তব্য দেয়ার আগে শহরের সেওতায় শহীদ জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন রিজভী। আলোচনা সভা শেষ জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শহীদ জিয়ার জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের একযুগ পূতি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপি অঙ্গসংগঠনের নেতা-কর্মী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নুসরাত

×