ছবিঃ সংগৃহীত
বিএনপিকে উদ্দেশ্য করে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের ভিত্তিতেই তো আজকে আপনারা মুক্তি পেয়েছেন। রাজনীতি করতে পারছেন। রক্ত এখনো শুকায়নি। এর মধ্যে সব অবদান ভুলে গেছেন আপনারা।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও নগর ইসলামী আন্দোলনের সম্মেলনে এ কথা বলেন তিনি। শহরের পুরাতন কোর্ট এলাকার শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন হয়।
বিএনপি প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে জানি না। বিএনপির ইদানিং বক্তব্যের সঙ্গে আগের বক্তব্যের মিল নেই। তারা আমাদেরও ফ্যাসিস্টদের সহযোগী ঘোষণা দিয়েছে। আমি বলতে চাই, আওয়ামী লীগের বিতর্কিত জাতীয় কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করে নাই। জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচনকে কখনো এক মনে করি না।
বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি বলেন, বর্তমানে তারা কেন বক্তব্য দিচ্ছে প্রশ্ন করতে হবে। যদি আপনাদের বক্তব্য সুচিন্তিত না হয়, তাহলে আপনাদের ভবিষ্যৎ কী হবে আমি জানি না। বাংলাদেশের মানুষ কিন্তু কোনো জালেমকে ক্ষমা করে না।
জামায়াত ইসলামী প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন চলে ঐক্যের ভিত্তিতে। ইসলামী আন্দোলন দেশ ও মানবতার জন্য ঐক্য করতে রাজি। জামায়াতের আমির চরমোনাই গিয়েছিলেন অফিসিয়ালভাবে নয়। বরিশালে উনার প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে যাওয়ার পথে সৌজন্য সাক্ষাতের জন্য চরমোনাই গিয়েছিলেন।
যেহেতু তিনি একজন মেহমান, আমরা সেই হিসেবে শ্রদ্ধা-সম্মান ও আতিথেয়তা যতটুকু করার সেটার চেষ্টা করেছি। এখানে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি। সেখানে সাংবাদিকদের পক্ষে আমাদের আমির বলেছেন, ইসলামের পক্ষে একটা বাক্স দিতে চাই। ইসলামের পক্ষে বাক্স দিলে সবাই ভোট দেবে আমরা বিশ্বাস করি।
রিফাত